আধুনিক রেডিওথেরাপি চিকিৎসায় মেডিকেল ফিজিসিস্টদের প্রয়োজনীয়তা

ক্যানসার চিকিৎসায় প্রচলিত সার্জারি, রেডিওথেরাপি ও কেমোথেরাপি পদ্ধতির মধ্যে রেডিওথেরাপি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। ক্যানসার চিকিৎসার মোট রোগীর শতকরা ৬০ ভাগ কোনো না কোনোভাবে রেডিওথেরাপির আওতায় আসে। আরোগ্য হওয়া রোগীর ৪০ ভাগই রেডিওথেরাপির কাছে ঋণী। কোনো কোনো ক্ষেত্রে রেডিওথেরাপিই চিকিৎসার একমাত্র পথ। তাই রেডিওথেরাপি চিকিৎসাপদ্ধতি দিনে দিনে উন্নয়নশীল বিশ্বে বিশেষ গুরুত্ব লাভ করছে।

রেডিওথেরাপির প্রধান সমস্যা হলো, ক্যানসার চিকিৎসার অন্য দুটি পদ্ধতির মতো শুধুমাত্র ডাক্তার দিয়ে কোনোমতেই এর চিকিৎসা সম্ভব নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের নিয়মানুযায়ী, আধুনিক যন্ত্রসম্বলিত এই চিকিৎসায় ডাক্তার,
মেডিকেল ফিজিসিস্ট ও টেকনিশিয়ানের একটি টিম অতিপ্রয়োজনীয় ও বাধ্যতামূলক। প্রত্যেকের দায়িত্ব অতি সূ²ভাবে আইন দ্বারা বেঁধে দেওয়া হয়েছে। ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালটি সেন্টারে আধুনিক সব যন্ত্রপাতি অভিজ্ঞ ডাক্তার সুদক্ষ ফিজিসিস্ট ও টেকনিশিয়ানের সমন্বয়ে পরিচালনা করা হয়।

মেডিকেল পদার্থবিদ্যা (Medical Physics) হলো, চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত ফলিত পদার্থবিদ্যা যা ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। সমগ্র বিশ্বে রেডিয়েশন অনকোলজিস্ট ও মেডিকেল ফিজিসিস্ট একটি টিমের মাধ্যমে ক্যানসার চিকিৎসায় উল্লেযোগ্য ভ‚মিকা পালন করে আসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (IAEA) নিয়মানুযায়ী,
রেডিওথেরাপি চিকিৎসায় ব্যবহৃত মেশিন (Linear Accelerator, CT-Simulator, Cyber knife, Gamma Knife, Tomotherapy ইত্যাদি) মেডিকেল ফিজিসিস্ট ব্যতীত চালানো সম্ভব নয়।

রেডিওথেরাপি চিকিৎসায় মেডিকেল ফিজিসিস্টদের দায়িত্ব

  • হাসপাতালে কোন প্রকৃতির মেশিন দরকার তা নির্বাচন করা (স্পেসিফিকেশন প্রস্তুত ও মেশিন সিলেকশন)।
  • উচ্চ বিভবশক্তি (মেগাভোল্টেজ) সম্পন্ন Ionizing radiation উৎপন্নকারী মেশিনগুলো (Linear Accelerator, CT-Simulator, Cyber knife, Knife, Tomotherapy Gamma ইত্যাদি) স্থাপনের জন্য যথাযথভাবে Shielding calculation করে কক্ষ নির্মাণের (Treatment room design) দিকনির্দেশনা দেওয়া।
  • হাসপাতালে স্থাপনের জন্য রেডিওথেরাপি মেশিনগুলো (Linear Accelerator, CT-Simulator, Tomotherapy) বুঝে নেওয়া (Acceptance test) এবং মেশিনগুলোকে চিকিৎসা প্রদানের (Treatment delivery) জন্য সময়মতো উপযোগী করা (Commissioning, Calibration)।
  • রোগীর ক্যানসার আক্রান্ত কোষে রশ্মি প্রয়োগ করে এবং সংশ্লিষ্ট রোগীর নরমাল অঙ্গসমূহকে রক্ষা করে ডাক্তার ও চিকিৎসকের সাথে মিলিতভাবে চিকিৎসা পরিকল্পনা (Treatment Plan) নির্ধারণ করে গুনগত চিকিৎসাসেবা প্রদান করা।
  • চিকিৎসাপ্রদানের মান উন্নয়নের লক্ষে নতুন কৌশল উদ্ভাবন করা।
  • যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণ (Quality Control) প্রোগ্রামের উন্নয়ন ও প্রয়োগ করে গুনগত মান নিশ্চিতকরণ।
  • রেডিওথেরাপি সংশ্লিষ্ট সকল জনবলের শিক্ষাদান ও প্রশিক্ষণ দেওয়া।
  • বিকিরণের মাত্রা নিরুপণ এবং নিরাপত্তার জন্য রোগী ও চিকিৎসকের সাথে পরামর্শ করা।
  • রেডিয়েশন নিরাপত্তা কর্মকর্তার (Radiation Safety Officer) দায়িত্ব পালন ও রেগুলেটরি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করা।
  • রেডিওথেরাপি চিকিৎসাসেবার মান উন্নয়ের লক্ষে নতুন প্রযুক্তি ক্রয়ের সুপারিশ করা।
  • ক্লিনিক্যাল এবং বেসিক গবেষণায় নিয়োজিত থাকা।

ডা. মো. আখতারুজ্জামান
সিনিয়র মেডিকেল ফিজিসিস্ট ও সমন্বয়ক
ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালটি সেন্টার

2 thoughts on “আধুনিক রেডিওথেরাপি চিকিৎসায় মেডিকেল ফিজিসিস্টদের প্রয়োজনীয়তা”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

LinkedIn
Share
WhatsApp