সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ গবেষণায় এখনো পর্যন্ত এরকম কিছুর প্রমাণ মেলেনি।
উত্তরঃ কেমোথেরাপির সময় চুল ঝরে যাওয়া একটি অস্থায়ী ব্যাপার। থেরাপি শেষণ হওয়ার পরে সাধারণত নতুন চুল গজায়
উত্তরঃ এনিমিয়া যেকোনো অবস্থাতেই যে কারো হতে পারে। এর সঙ্গে ক্যান্সার আক্রান্ত হওয়ার বা না হওয়ার কোনো সম্পর্ক নেই।
উত্তরঃ হ্যাঁ। ফুসফুস, কিডনি, অগ্নাশয়, খাদ্যনালী, মূত্রাশয়ের কান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান।
উত্তরঃ কেমোথেরাপি অনেকসময় ক্যানসার কোষ ধ্বংসের পাশাপাশি আমাদের দেহের কিছু উপকারী কোষও মেরে ফেলে। কেমোরেডিয়েশন অধিকাংশ সময়েই দেহের ফাস্ট গ্রোয়িং বা ডিভাইডিং কোষকে টার্গেট করে। আমাদের চুল ও নখের ফলিকলও বেশ ফাস্ট গ্রোয়িং কোষ। তাই, কেমোথেরাপির পর অনেকের চুল ও নখ আক্রান্ত হয়।
উত্তরঃ গহনা থেকে যে অ্যালার্জি হয় এতে অবাক হবার কিছু নেই। আসলে একে নিকেল অ্যালার্জি (Nickel allergy) বলা হয়। যাদের শরীর নিকেল বা অন্যান্য ধাতু অ্যালার্জেন হিসেবে সনাক্ত করে তাদের ক্ষেত্রে নিকেল মিশিয়ে বা প্রলেপ দিয়ে তৈরি করা গহনা ব্যবহারে জুয়েলারি অ্যালার্জি হবার প্রবণতা দেখা যায়।
উত্তর: গবেষণায় এখনো পর্যন্ত এরকম কিছুর প্রমাণ মেলেনি।
উত্তরঃ মাসল পুলের প্রধান কয়েকটি কারণ হল-১. শরীরের যেকোনো একটি মাংসপেশি অনেকক্ষণ ধরে ব্যবহৃত হলে।
২. ব্যায়াম, খেলাধুলা বা যেকোনো শারীরিক কসরতের আগে ওয়ার্মআপ বা শরীর গরম না করলে।
৩. পেশী ক্লান্ত থাকা অবস্থায় আকস্মিক নড়াচড়া করলে।
৪. হঠাৎ অতিরিক্ত ভারী কিছু ওঠালে।
৫. পেশীর অতিরিক্ত ও অনুপযুক্ত ব্যবহার।
৬. মানসিক চাপ ও দুশ্চিন্তা প্রভৃতি।