ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জ

ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জ

ত্বকের চিকিৎসার সবচেয়ে আধুনিক পদ্ধতির নাম লেজার ট্রিটমেন্ট। মূলত এটি একটি ক্লিনিকাল পদ্ধতি। লেজার রশ্মির সাহায্যে আলোর বিম তৈরি করে ত্বকের গভীর থেকে চিকিৎসা করা হয়। অবাঞ্চিত লোম অপসারণ, ত্বকের টিউমার অপসারণ ও চুল প্রতিস্থাপনে লেজার ট্রিটমেন্ট স্থায়ীভাবে সমাধান এনে দেয়। ব্রণ নির্মূল করা, নখের চিকিৎসা ও ধবল রোগ নিরাময়ে লেজার ট্রিটমেন্ট একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতি। বোটক্স, ফিলার, থ্রেড লিফট ও হাইড্রোফেসিয়ালের মাধ্যমে ত্বকে বয়সের ভাঁজ কমানো, নাকের শেপ ঠিক রাখা ও ত্বকের ময়লাভাব দূর করে কোমল ও উজ্জ্বলতা ফিরিয়ে আনা হয়।

অবাঞ্চিত লোম নিয়ে অস্বস্তি : দূর করবেন যেভাবে

ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যেমে লোম অপসারণ সেবা দিয়ে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে লেজার হেয়ার রিমুভাল কার্যক্রম পরিচালিত হয়। সাধারণত শেভিং, প্লাকিং বা ওয়াক্সিং বেদনাদায়ক ও স্বল্পমেয়াদি হয়ে থাকে। অবাঞ্চিত চুল অপসারণের প্রচলিত যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে লেজার হেয়ার রিমুভাল সবচেয়ে কার্যকর ও স্থায়ী। লেজার রশ্মির সাহায্যে ত্বকের গভীরে আলোর বিম তৈরি করে অবাঞ্চিত লোমের বৃদ্ধিকে বাধা দেয়া হয়। এই পদ্ধতিতে ত্বকের কোনো ক্ষতি হয় না। তা ছাড়া ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জের ‘মেডিওস্টার’ ব্রান্ডের মেশিনে ৩৬০০ কনটাক্ট কুলিং সিস্টেম থাকায় লোম অপসারণে কোনো ব্যথা অনুভূত হয় না।

লোম অপসারণের সেবাসমূহ

ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জে সেবা গ্রহীতার চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা দেওয়া হয়ে থাকে।

  • মুখ ও ঠোঁটের ওপরের অবাঞ্চিত লোম অপসারণ
  • চিন বা থুতনির লোম অপসারণ
  • ভ্রুর লোম অপসারণ
  • হাত ও পায়ের লোম অপসারণ
  • বগলের লোম অপসারণ
  • বুক ও পেটের লোম অপসারণ
  • উরু ও পিউবিক এরিয়ার লোম অপসারণ

ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জে লোম অপসারণের সুবিধাসমূহ—

  • কোনো রকম কাটা-ছেঁড়ার প্রয়োজন হয় না।
  • ত্বকের ভেতর থেকে লোমের বৃদ্ধি প্রতিরোধ করে।
  • চিকিৎসাপরবর্তী সময়ে ত্বক উজ্জ্বল করে।

হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা চুল প্রতিস্থাপন

বয়সের সঙ্গে সঙ্গে নানা কারণে চুল পড়ে যেতে থাকে। কখনো বংশগত ও হরমোনের কারণে পুরুষের মাথার উপরিভাগে টাক দেখা দেয়। মেনোপজের পর নারীদের মাথার চুল পাতলা হতে থাকে। ওষুধের প্রতিক্রিয়া, পুষ্টির অভাব, মানসিক উদ্বেগ ও দুর্ঘটনায় মাথার চুল ঝরে যেতে পারে।

এসব ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হতে পারে কার্যকর সমাধান। ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নত প্রযুক্তির সাহায্যে চুল প্রতিস্থাপন করা হয়।

ল্যাবএইড লেজার লাউঞ্জে চুল প্রতিস্থাপনের সুবিধাসমূহ—

পিআরপি পদ্ধতিতে রক্ত থেকে প্লাটিলেটসমৃদ্ধ প্লাজমা আলাদা করে সিরিঞ্জের মাধ্যমে তা কাঙ্ক্ষিত স্থানের ত্বকের ভেতরে প্রবেশ করানো হয়। প্লাটিলেট চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ফলে চুল পড়া কমে আসে। চুল ঘন হয় এবং দ্রুত বৃদ্ধি পায়।

ফলিকিউলার ইউনিট এক্সট্রাকশন পদ্ধতিতে চুল প্রতিস্থাপন করা হয়। মাইক্রোমোটরের সাহায্যে ডোনার এরিয়া থেকে একটি একটি করে চুল তুলে এনে টাক অংশে প্রতিস্থাপন করা হয়। এতে কোনো কাটা-ছেঁড়ার প্রয়োজন হয় না।

ভ্রু, গোঁফ বা দাড়িতেও চুল প্রতিস্থাপন করা যায়। প্রতিস্থাপিত চুল কাটা যায় এবং কার্ল করা যায়।চুল প্রতিস্থাপনের পর সেখানে নতুন চুল গজায়।
ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জে আরো যেসব সেবা প্রদান করে থাকে—

ত্বকের টিউমার অপসারণ : কার্বন-ডাই-অক্সাইডযুক্ত লেজার দিয়ে খুব সহজে ত্বকের টিউমার অপসারণ করা হয়। সম্পূর্ণ ব্যথামুক্ত এই পদ্ধতিতে অবশকরণ ইনজেকশনেরও দরকার হয় না।

ত্বকের দাগ দূর করা : কিউ সুইচড এনডি ইয়াগ লেজার রশ্মির সাহায্যে মেছতা, জন্মদাগ, কালোদাগ ও ট্যাটুর দাগ দূর করা হয়। এছাড়া স্থায়ীভাবে আঁচিল অপসারণ করা হয়।

ব্রণ নির্মূল করা : ফোটনরশ্মির সাহায্যে ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার জীবাণুকে শোষণ করে ধ্বংস করা হয়। ফলে স্থায়ীভাবে ব্রণ ও ব্রণের ক্ষত দূর হয়ে যায়।

বোটক্স, থ্রেড লিফট ও হাইড্রো-ফেসিয়াল সেবা : ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করে ত্বককে করা হয় কোমল ও উজ্জ্বল। থ্রেড লিফটের সাহায্যে নাকের শেপ ঠিক রাখা হয়। বোটক্স করার মাধ্যমে ত্বকের ভাঁজ দূর করা যায়। মুখ, কপাল ও চোখের নিচের ভাঁজ কমিয়ে এনে বয়সের ছাপ কমানো হয়।

কেমিক্যাল পিলিং : ত্বক দূষণের শিকার হলে কিংবা ত্বকের কোনো জটিলতা দেখা দিলে নতুন কোষ গঠনের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে কেমিক্যাল পিলিং ফর পিগমেন্টেশন অ্যান্ড স্কিন রেজুভিনেশন।

হাতের তালু অতিরিক্ত ঘামানো রোধ করা : লেজারের সাহায্যে অতিরিক্ত ঘাম উৎপাদনকারী গ্রন্থিগুলোর নিঃসরণ কমিয়ে ফেলা হয়। সার্জারির মাধ্যমেও সক্রিয় অতিরিক্ত ঘাম উৎপাদনের গ্রন্থিগুলো অপসারণ করা যায়।

নখের চিকিৎসা : নখে ছত্রাকের সংক্রমণ ঘটলে লেজারের সাহায্যে ব্যাকটেরিয়ার জীবাণু ধ্বংস করা হয়।

শ্বেত বা ধবল রোগের চিকিৎসা : শ্বেত বা ধবল রোগ হলো ত্বকের একটি দীর্ঘমেয়াদি রংজনিত ডিস-অর্ডার। শরীরে মেলানোসাইটের কার্যকারিতা কমে গেলে এই রোগ দেখা দেয়। ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জে লেজারের মাধ্যেম শ্বেত রোগের চিকিৎসা করা হয়।

বাচ্চাদের চর্মরোগের চিকিৎসা : বাচ্চাদের ত্বকে লাল ও গোলাপি রঙের জন্মদাগ দূর করতে লেজার চিকিৎসা একটি কার্যকর পদ্ধতি। পালসড ডাই লেজারের মাধ্যমে হেমানজিওমা ও ত্বকে সার্জারির দাগ অপসারণ করা হয়।

এছাড়াও, ল্যাবএইড লেজার অ্যান্ড এস্থেটিক লাউঞ্জে বিভিন্ন যৌনবাহিত রোগের চিকিৎসা দেওয়া হয়। জিনগত, পরিবেশগত ও হরমোনজনিত নানা কারণে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। যেকোনো জটিলতা দেখা দিলে নিজের সিদ্ধান্তে পদক্ষেপ না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

LinkedIn
Share
WhatsApp