সাধারণ জিজ্ঞাসায় ক্যানসার

প্রশ্ন: একই ধরনের ক্যানসারে কেন বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয় এবং আলাদা আলাদা চিকিৎসার প্রয়োজন হয়?
উত্তর: এটি অনেকটা নির্ভর করে ক্যানসারটি কোন স্টেজে আছে এবং রোগীর শারীরিক অবস্থা কেমন তার ওপর। যেমন, মেনোপজ অবস্থায় যদি কারো স্তন ক্যানসার ধরা পড়ে তবে সর্বোত্তম চিকিৎসা হচ্ছে হরমোন ট্যাবলেট। কিন্তু যদি রোগীর মেনোপজ শুরু না হয়ে থাকে তবে তার জন্য কেমোথেরাপিই ভালো।

প্রশ্ন: একজন ক্যানসার আক্রান্ত ব্যক্তি কীভাবে ডাক্তারের কাছ থেকে সর্বোত্তম সেবা পেতে পারেন?
উত্তর: এটি অনেকটাই নির্ভর করে চিকিৎসক ও রোগীর মধ্যকার সম্পর্কের ওপর। তবে চিকিৎসকের কাছ থেকে সর্বোত্তম সেবা পেতে চেষ্টা করুন নির্ভুলভাবে নিজের সমস্যা উপস্থাপন করতে। আপনি কী জানতে চান এবং আপনার কী প্রয়োজন তা স্পষ্ট করে বলুন।

প্রশ্ন: স্ট্রেসের কারণে ক্যানসার হতে পারে কি?
উত্তর: গবেষণায় এখনো পর্যন্ত এরকম কিছুর প্রমাণ মেলেনি।


প্রশ্ন: ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব কি?
উত্তর: অনেক ধরনের ক্যানসারই পুরোপুরি নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অধিকাংশ সময়েই রোগী যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।


প্রশ্ন: ক্যানসারে আক্রান্ত হলেই কি এনিমিয়া দেখা দেয়?
উত্তর: এনিমিয়া যেকোনো অবস্থাতেই যে কারোর হতে পারে। এর সঙ্গে ক্যানসার আক্রান্ত হওয়ার বা না হওয়ার কোনো সম্পর্ক নেই।


প্রশ্ন: আমরা প্রতিদিন যা খাই তা থেকে কি ক্যান্সার আক্রান্ত হতে পারি?
উত্তর: এ প্রশ্নটির উত্তর অনেকাংশেই হ্যাঁ। তবে সবধরনের খাবারে ক্যানসারের আশঙ্কা থাকে না। চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া, আঁশযুক্ত খাবার কম খাওয়া ইত্যাদি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

প্রশ্ন: কেমোথেরাপির পর কি চুল ফিরে আসতে পারে?
উত্তর: কেমোথেরাপির সময় চুল ঝরে যাওয়া একটি অস্থায়ী ব্যাপার। থেরাপি শেষ হওয়ার পর সাধারণত নতুন চুল গজায়।

প্রশ্ন: ক্যানসারের চিকিৎসায় প্রচলিত পদ্ধতি কতটা কার্যকর?
উত্তর: ক্যানসারের প্রচলিত চিকিৎসা-পদ্ধতি কিছু ক্ষেত্রে কাজ করে, কিছু ক্ষেত্রে করে না। তবে এতে ক্যানসার নিরাময় পুরোপুরি সম্ভব না হলেও এর ছড়িয়ে পড়ার গতি অনেকাংশেই হ্রাস পায়।


প্রশ্ন: কেমোথেরাপির অত্যধিক পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে কি এর কার্যকারিতার কোনো সম্পর্ক আছে?
উত্তর: না। কেমোথেরাপির অত্যধিক পার্শ্বপ্রতিক্রিয়ার অর্থ এটি ক্যানসার কোষগুলোর পাশাপাশি সুস্থ কোষগুলোতেও আঘাত করছে।


প্রশ্ন: কেমোথেরাপির পর অনেকের চুল ও নখ পড়ে যায় কেন?

উত্তর: কেমোথেরাপি অনেকসময় ক্যানসার কোষ ধ্বংসের পাশাপাশি আমাদের দেহের কিছু উপকারী কোষও মেরে ফেলে। কেমোরেডিয়েশন অধিকাংশ সময়েই দেহের ফাস্ট গ্রোয়িং বা ডিভাইডিং কোষকে টার্গেট করে। আমাদের চুল ও নখের ফলিকলও বেশ ফাস্ট গ্রোয়িং কোষ। তাই কেমোথেরাপির পর অনেকের চুল ও নখ আক্রান্ত হয় ।


প্রশ্ন: সিগারেটের ধোঁয়া কি আসলেই ক্যানসারের কারণ?
উত্তর: হ্যাঁ। ফুসফুস, কিডনি, অগ্ন্যাশয়, খাদ্যনালি, মূত্রাশয়ের ক্যানসারের অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান।

LinkedIn
Share
WhatsApp